মাউন্ট এভারেস্ট ডে: জেনে নিন ৫ অজানা তথ্য
আজ ২৯ মে। মাউন্ট এভারেস্ট দিবস । এর চূড়ায় আরোহণকারী প্রথম ব্যক্তিরা হলেন নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি এবং নেপালের শেরপা উপজাতির তেনজিং নরগে। তারা ১৯৫৩ সালের ২৯ মে নেপাল সীমান্ত থেকে এভারেস্ট চূড়ায় আরোহণ করা শুরু করেন। এরপর থেকে এই দুই পর্বতারোহীকে সম্মান জানাতে এই তারিখটি বেছে নেওয়া হয়। এই পর্বতে আরোহণ করা নিয়ে অনেকেই স্বপ্ন দেখেন। কিন্তু খুব কম মানুষই তা অর্জন করেছেন। মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছাতে একজন দক্ষ পর্বতারোহীর প্রায় দুই মাস সময় লাগতে পারে।
মাউন্ট এভারেস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বাধিক উচ্চতার পর্বত। এটি হিমালয়ের মহালাঙ্গুর হিমাল উপ-পরিসরে অবস্থিত। এর উচ্চতা প্রায় ২৯,০০০ ফুট। এই পাহাড়ের উপরে ওঠার জন্য দুটি পথ রয়েছে। প্রথমটি হল স্ট্যান্ডার্ড রুট। এটি নেপালের দক্ষিণ-পূর্ব দিক থেকে পাহাড়ের শীর্ষে পৌঁছায়। অন্য পথটি তিব্বতের উত্তর দিক থেকে পাহাড়ের দিকে এগিয়ে যায়। পর্বত আরোহীরা আরোহণ করার সময় অসুস্থতা, প্রতিকূল আবহাওয়া, ঠাণ্ডা বাতাস এবং তুষারধসের সম্মুখীন হয়। এমনকি অনেক পর্বতারোহী আরোহণের চেষ্টা করেছেন। কিন্তু আর ফিরে আসেননি।
মাউন্ট এভারেস্ট একটি বিশ্বাসঘাতক পর্বত। যা আরোহণের জন্য সাহসিকতার প্রয়োজন। মাউন্ট এভারেস্ট দিবস হল পর্বতারোহীদের সম্মান জানানোর একটি দিন। জেনে নিন এর সম্পর্কে ৫ অজানা তথ্য-
এভারেস্টের বয়স
আপনি কি জানেন এভারেস্টের বয়স ৬০ মিলিয়ন বছরেরও বেশি? বিশেষজ্ঞদের মতে, ভারতের মহাদেশীয় প্লেট যখন এশিয়ায় বিধ্বস্ত হয়েছিল তখন পর্বতটি তৈরি হয়েছিল। ভারতের প্লেটটি এশিয়ার নীচে ঠেলে দেওয়া হয়েছিল। যার ফলে প্রচুর পরিমাণে জমি উপরের দিকে প্রবাহিত হয়েছিল। এর মাধ্যমেই বিশ্বের সর্বোচ্চ পর্বতমালার জন্ম হয়। যা এখন শক্তিশালী হিমালয়।
উচ্চতার পরিবর্তন
বিজ্ঞানীদের মতে, ২০১৫ সালে ভয়াবহ ভূমিকম্পের পর এভারেস্টের উচ্চতা পরিবর্তিত হতে পারে। বিশেষজ্ঞরা বর্তমানে সর্বোচ্চ পর্বতটি পুনরায় পরিমাপ করার প্রক্রিয়ায় রয়েছেন।
পিক ১৫
১৮৪১ সালে এভারেস্ট প্রথম আবিষ্কার করেন স্যার জর্জ এভারেস্ট । তিনি এর নাম দিয়েছেন পিক ১৫। কিন্তু ১৮৬৫ সালে স্যার জর্জ এভারেস্টের সম্মানে পর্বতটির নাম পরিবর্তন করে এভারেস্ট রাখা হয়। নেপালিরা এটিকে সাগরমাথা নামকরণ করেছিলেন। যার অর্থ আকাশের দেবী। অন্যদিকে, তিব্বতীরা পর্বতটিকে চোমোলুংমা হিসাবে স্বীকৃতি দেয়। যার অর্থ পর্বতমালার দেবী মা।
এভারেস্ট প্রতি বছর বাড়ছে
এভারেস্ট সম্পর্কে আশ্চর্যজনক তথ্য হল এটি প্রতি বছর বৃদ্ধি পায়! টেকটোনিক প্লেটগুলির স্থানান্তরের কারণে ঘটে। যা হিমালয়কে উপরের দিকে ঠেলে দেয়।
সর্বাধিক আরোহণের রেকর্ড
১৯৭০ সালে নেপালের সোলুখুম্বুতে জন্মগ্রহণকারী কামি রিতা শেরপা। তিনি একজন গাইড। যিনি ২০২১ সালের মার্চ পর্যন্ত এভারেস্টে সর্বাধিক আরোহণের রেকর্ড গড়াই জন্য পরিচিতি লাভ করেন। ১৯৯৪ সাল থেকে তিনি ২৫ বার এভারেস্ট জয় করেছেন।
সূত্র- ন্যাশনাল টু ডে/টাইমস অব ইন্ডিয়া