তামাক বিরোধী দিবস আজ
আজ ৩১ মে। তামাক বিরোধী দিবস। এটি বিশ্ব তামাকমুক্ত দিবস নামেও পরিচিত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে তামাকের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তামাক সেবন কমাতে এই দিনটি পালন করা হয়। এই দিবসের উদ্দেশ্য হল তামাকজাত দ্রব্য সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে জনসাধারণকে অবগত করা। তামাক ব্যবহারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে উৎসাহিত করে।
১৯৮৭ সালে তামাক মহামারী হয়ে দাঁড়ায়। এর ফলে মৃত্যু ও রোগের পরিমাণ বেড়ে যায়। যা বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করে। এর পরই ডব্লিউএইচও-এর সদস্য রাষ্ট্র দ্বারা এই দিনটি পালন করা হচ্ছে।।এই বছরের থিম হল "আমাদের খাদ্য দরকার, তামাক নয়"।
এই দিনে তামাক নিয়ন্ত্রণের প্রচারে বিশ্বব্যাপী বিভিন্ন কার্যক্রম ও প্রচারণার আয়োজন করা হয়। এই উদ্যোগগুলোর মধ্যে রয়েছে- জনসচেতনতামূলক প্রচারণা, স্কুল-কলেজগুলোতে শিক্ষামূলক কর্মসূচি, স্বাস্থ্য পরীক্ষা এবং নীতির সমর্থন। যুব সমাজে তামাকের অভ্যাস বিরত রাখার উপর বেশি মনোনিবেশ করা হয় এই দিনে।
তামাক বিরোধী দিবসের লক্ষ্য হল ধূমপায়ীদের তামাক ত্যাগ করতে উৎসাহিত করা। অল্পবয়সিদের সচেতন করা। একটি স্বাস্থ্যকর সমাজ উপহার দেওয়া।
সূত্র- হিন্দুস্তান টাইমস