চুল পড়া রোধে তিন প্রাচীন হেয়ারকেয়ার
আপনি কি চুল পড়ার সমস্যায় ভুগছেন? সব রকমের আধুনিক সবিধা নিয়ে প্রতিকারের চেষ্টা করেছেন, তবুও কিছুই কাজ করছে বলে মনে হচ্ছে না? তাহলে চুল পড়া রোধে শতাব্দী ধরে ব্যবহৃত কিছু প্রাচীন পদ্ধতিতে প্রতিকার চেষ্টা করে দেখুন। এতে আপনার চুল পড়া কমবে। চুল হবে শক্ত ও মজবুত।
মেথি
চুল পড়ার জন্য সবচেয়ে জনপ্রিয় প্রাচীন ভারতীয় প্রতিকারগুলোর মধ্যে একটি হল মেথি। এটি একটি সাধারণ উপাদান। যা প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড সমৃদ্ধ। এই দুই উপাদানই চুলের স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয়। এ জন্য আপনাকে মেথি সারারাত ভিজিয়ে রাখতে হবে। এরপর বেটে নিতে হবে। এবার মাথার ত্বকে প্রয়োগ করুন। এটি প্রায় এক ঘন্টা রেখে দিন। তারপরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
লেবুর রস এবং নারকেল তেলের মিশ্রণ
এই মিশ্রণটি সিবামের পরিমাণ হ্রাস করতে সহায়তা করে। লেবুর রস ও নারকেল তেল সমান পরিমাপে নিয়ে নিন। এবার মিশ্রণটি মাথার ত্বকে লাগান। আধা ঘণ্টা রেখে দিন। পরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
আমলকি
চুল পড়া রোধে কয়েক শতাব্দী ধরে আমলকি ব্যবহৃত হয়ে আসছে। এটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। যা চুলের ফলিকলগুলোকে শক্তিশালী করতে সহায়তা করে। কয়েক টেবিল চামচ আমলকি গুঁড়ো নিন। এবার সামান্য পানির সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি সরাসরি আপনার মাথার ত্বকে প্রয়োগ করুন। প্রায় এক ঘন্টা রেখে দিন। তারপরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এ সব প্রাচীন প্রতিকারগুলো চুল পড়ার বিরুদ্ধে লড়াই করতে শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে। এগুলো ব্যবহার করে দেখুন। মনে রাখবেন, স্বাস্থ্যকর চুলের জন্য ভাল চুলের যত্নের অভ্যাস অপরিহার্য। সুতরাং সুষম ডায়েট মেনে চলুন। অতিরিক্ত তাপ স্টাইলিং এড়িয়ে চলুন। শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।
সূত্র- বোল্ডস্কাই