স্বাস্থ্যকর চুলের জন্য আদা
দূষণ এবং জলবায়ু পরিবর্তন আমাদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করেছে। স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এ থেকে বাদ যাচ্ছে না আমাদের চুলও। পরিবেশ দূষণের কারণে দেখা দিচ্ছে খুশকি। আবার জলবায়ু পরিবর্তনে চুল হয়ে ওঠে রুক্ষ। চুলের বৃদ্ধির জন্য প্রাকৃতিক প্রতিকারের ক্ষেত্রে, আদা একটি শক্তিশালী উপাদান। আদা মাথার ত্বক এবং চুলের ফলিকলগুলোর জন্য অগণিত সুবিধা সরবরাহ করে।
লোটাস হারবালস টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট, ড. ইপসিতা চ্যাটার্জি হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, “আদা একটি প্রাকৃতিক উপাদান। যা বাড়িতে সহজেই পাওয়া যায়। নানা রকম চিকিৎসার কাজে আদা ব্যবহার হয়। পেটের চিকিৎসা, সর্দি বা ফ্লু, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যায় আদা ভাল ফলাফল দেয়। তাছাড়া আদাতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এন্টিসেপটিক গুণাবলী রয়েছে। যার কারণে ব্রণ, ত্বক পোড়া, খুশকি, ভঙ্গুর চুল এবং এমনকি চুল পড়ার মতো সমস্যা সমাধানেও আদা ব্যবহৃত হয়”।
আদা খুশকির বিরুদ্ধে লড়াই করে
শুষ্ক মাথার ত্বকে খুশকি দেখা দেয়। এ ক্ষেত্রে আদা ব্যবহার করতে পারেন। আদায় অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে। যা মাথার ত্বক থেকে খুশকি দূর করতে সহায়তা করে। শ্যাম্পুতে তাজা আদা যুক্ত ক্রে নিতে পারেন। আবার, মাথার ত্বকেও মালিশ করে নিতে পারেন। এটি খুশকিতে আক্রান্ত ব্যক্তির জন্য দুর্দান্ত ফলাফল সরবরাহ করতে পারে। অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকায় আদা মাথার ত্বকে চুলকানি হ্রাস করতে সহায়তা করতে পারে।
আদা চুল বাড়াতে সহায়তা করে
মাথার ত্বকে আদা প্রয়োগ করলে রক্ত সঞ্চালন উন্নত করতে পারে। পাশাপাশি প্রতিটি পৃথক চুলের ফলিকলকে উদ্দীপিত করে। আদাতে ভিটামিন, খনিজ এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে। যা চুলের গুণমান উন্নত করতে সহায়তা করে। এটি ব্যবহারে দীর্ঘ ও শক্তিশালী চুল পাওয়া সম্ভব। ক্ষতিগ্রস্থ চু্লে ভাঙ্গন দেখা দেয়। আদার ব্যবহারে চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব। চুল ভাঙ্গন ও আগা ফাটা কমে যায়।
আদা চুলের পুষ্টি জোগায়
আদার মধ্যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা চুলে পুষ্টি জোগায়। এটি চুলের ফলিকলগুলোকে রক্ষা করে। ক্ষতি হ্রাস করে। যার ফলে চুল দ্রুত বৃদ্ধি পায়।
ড. ইপসিতা চ্যাটার্জি আরও জানান “চুলে নানাভাবে আদা ব্যবহার করা যেতে পারে। তেলে বা মাস্ক হিসেবে চুলে প্রয়োগ করা যেতে পারে। এটি চুলে ১৫-৩০ মিনিট রেখে দুয়ে ফেলুন। আদার রস, সরাসরি চুলে প্রয়োগ করা যেতে পারে। স্বাস্থ্যকর, দীর্ঘ এবং শক্তিশালী চুল নিশ্চিত করার জন্য আদা যুক্ত জৈব পণ্যগুলো প্রত্যেকের চুলের যত্নের রুটিনের অংশ হওয়া উচিত”।
সূত্র- হিন্দুস্তান টাইমস