ত্বকের যত্নে ধনিয়া পাতা
ত্বকের যত্নের জন্য আজকাল কত মানুষ হাজার হাজার টাকা খরচ করছে। কিন্তু আপনার রান্নাঘরে থাকা কিছু উপাদান দিয়েই আপনি পেতে পারেন উজ্জ্বল ত্বক। এ জন্য আপনাকে খুব বেশি খরচও করতে হবে না। ধনিয়া পাতা তার মধ্যে একটি। এটি কেবল সালাদ বা খাবারেই অসাধারণ স্বাদ এনে দেয় না। বরং আপনার ত্বকের জন্য বিস্ময়কর হতে পারে। ধনিয়া পাতা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজে ভরপুর। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে পারে।
ধনিয়া ফেস মাস্ক
ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য ধনিয়া পাতা ব্যবহার করার অন্যতম সহজ উপায় হল ঘরে তৈরি ফেস মাস্ক প্রস্তুত করা। এই ফেস মাস্কের নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ কমে যায়। আপনার ত্বককে সতেজ রাখে। ত্বক উজ্জ্বল দেখাতে সহায়তা করে।
ধনিয়া পাতার মাস্ক তৈরি করতে এক টেবিল চামচ দইয়ের সাথে এক মুঠো তাজা ধনিয়া পাতা মিশিয়ে ফেলুন। এবার মিশ্রণটি আপনার মুখে সমানভাবে প্রয়োগ করুন। এটি ১৫-২০ মিনিটের জন্য মুখে লাগিয়ে রাখুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ধনিয়া পাতার টোনার
স্কিনকেয়ার রুটিনে ধনিয়া পাতা অন্তর্ভুক্ত করার আরেকটি উপায় হল ধনিয়া পাতার টোনার। এই টোনার ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে। ত্বকের ছিদ্রগুলো শক্ত করে। ত্বকে একটি সতেজ এবং উজ্জ্বল রঙ সরবরাহ করতে সহায়তা করে।
এক মুঠো ধনিয়া পাতা পানিতে ৫ মিনিট ফুটিয়ে নিন। এবার এগুলো ঠাণ্ডা হতে দিন। পানি ছেঁকে নিন। এটি একটি স্প্রে বোতলে সংরক্ষণ করুন। মুখ পরিষ্কার করার পরে টোনারটি ত্বকে স্প্রে করে বা তুলার প্যাড দিয়ে প্রয়োগ করুন।
ধনিয়া পাতার তেল
ধনিয়ার তেল একটি বহুমুখী স্কিনকেয়ার পণ্য। যা ম্যাসেজ, ময়েশ্চারাইজিং এবং চুলের চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয়। এই তেল রক্ত সঞ্চালন বাড়ায়। ত্বককে পুষ্ট রাখে। ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তুলে। ধনিয়া তেল আপনার ত্বক বা মাথার ত্বকে ম্যাসাজ করুন। ইনফিউজড তেল তৈরি করতে, একটি প্যানে নারকেল বা বাদাম তেল গরম করুন। এতে এক মুঠো ধনিয়া পাতা যোগ করুন। এটি ১০-১৫ মিনিটের জন্য সিদ্ধ হতে দিন। চুলা থেকে নামিয়ে তেলটি ঠাণ্ডা হতে দিন। স্টোরেজের জন্য একটি পরিষ্কার বোতলে এই তেল স্থানান্তর করুন।
সূত্র- বোল্ডস্কাই