বর্ষাকালের মেকআপ টিপস
বর্ষাকাল শুরু হওয়ার সাথে সাথে আবহাওয়ার পরিবর্তন হয়। এ সময় আর্দ্রতা বেড়ে যাওয়ায় আমাদের ত্বকের ওপর প্রভাব পড়ে। এমনকি মেকআপ করার ক্ষেত্রেও মানতে হয় সতর্কতা। বর্ষার দিনগুলোতে চেষ্টা করুন পানিরোধী পণ্য ব্যবহার করতে। এতে মেকআপ দীর্ঘস্থায়ী হবে। আপনাকে সব সময় সতেজ রাখবে।
মিনি সুদ ব্যানার্জি, অ্যামোরপ্যাসিফিক গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং হেড অব মার্কেটিং এইচটি লাইফস্টাইলের সাথে বর্ষার মেকআপ রুটিনের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছেন।
ত্বক প্রস্তুত করা
ত্বকের ধরণের অনুযায়ী ফেসওয়াশ দিয়ে মুখ দিয়ে নিন। এরপর ময়েশ্চারাইজার লাগান। এ সময় তেল-মুক্ত ময়েশ্চারাইজার নির্বাচন করুন। এটি একটি মসৃণ বেস তৈরি করতে সাহায্য করবে। অতিরিক্ত তেল উৎপাদন রোধ হবে।
প্রাইমার ব্যবহার করুন
মেকআপ দীর্ঘায়িত করতে প্রাইমার ব্যবহার করুন। এতে আর্দ্রতায় মেকআপ গলে যাবে না। এ ক্ষেত্রে, ম্যাটিফাইং প্রাইমার প্রয়োগ করুন।
হালকা এবং পানিরোধী পণ্য নির্বাচন
পানিরোধী ফাউন্ডেশন, কনসিলার এবং পাউডার ব্যবহার করুন। অবশ্যই তেল-মুক্ত পণ্য ব্যবহার করবেন। মাস্কারা এবং আইলাইনারও পানিরোধী কিনা দেখে নিন। এতে মেকআপ নষ্ট হবে না।
মেকআপ সেট করুন
বর্ষাকালে মেকআপ দীর্ঘ সময় রাখার জন্য অবশ্যই সেটিং স্প্রে ব্যবহার করুন। সাথে লাইটওয়েট স্বচ্ছ পাউডারও ব্যবহার করতে পারেন। এতে আর্দ্রতা এবং বৃষ্টির পানিতে ভিজলেও মেকআপ নষ্ট হবে না।
চোখ এবং ঠোঁট
বর্ষাকালে মেকআপ কম করাই ভাল। তবে চেষ্টা করুন চোখ এবং ঠোঁটকে উজ্জ্বল রাখতে। উজ্জ্বল আইশ্যাডো শেড ব্যবহার করুন। ম্যাট লিপস্টিক বেছে নিন।
ব্লটিং পেপার বহন করুন
অতিরিক্ত তেলর বিরুদ্ধে লড়াই করতে ব্লটিং পেপার বহন করুন। এতে তেল শোষণ হবে। মেকআপ থাকবে নিঁখুত। আপনার ত্বককে শুষ্ক রাখার চেষ্টা করুন।
বর্ষাকালে যা করবেন না-
ভারী ফাউন্ডেশন এড়িয়ে চলুন
ভারী ফাউন্ডেশনের পরিবর্তে টিনটেড ময়েশ্চারাইজার বা বিবি ক্রিমের মতো হালকা পণ্যগুলো বেছে নিন। তা না হলে মেকআপ আর্দ্রতায় গলে যাবে।
ক্রিম-ভিত্তিক পণ্য থেকে দূরে থাকুন
ক্রিমযুক্ত ব্লাশ, হাইলাইটার এবং আইশ্যাডোগুলো বর্ষাকালে সহজেই নষ্ট হয়ে যায়। তাই পানিরোধী ম্যাট পণ্য ব্যবহার করুন।
অতিরিক্ত পাউডার ব্যবহার করবেন না
অত্যধিক পাউডার বৃষ্টির পানিতে ভিজে গেলে মেকআপ নষ্ট করে ফেলতে পারে। তাই হালকাভাবে পাউডার প্রয়োগ করুন। টি-জোনের মতো তেল-প্রবণ জায়গায় পাউডারের ব্যবহার করুন।
ভারী চোখের মেকআপ এড়িয়ে চলুন
বর্ষাকালে উজ্জ্বল আইশ্যাডো শেড ব্যবহার করতে গিয়ে ভারী করে ফেলবেন না। পানিরোধী আইলাইনার এবং মাস্কারা বেছে নিন।
মেকআপ মুছে ফেলতে ভুলবেন না
বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকায় ব্রণের সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই মেকআপ যত তাড়াতাড়ি সম্ভব ধুয়ে ফেলুন। একটি মৃদু ক্লিনজার বা মেকআপ রিমুভার ব্যবহার করুন।
সূত্র- হিন্দুস্তান টাইমস