ত্বকের যত্নে ফুলের ব্যবহার
ত্বকের যত্নের জন্য বহু শতাব্দী ধরে ফুল ব্যবহার করা হয়েছে। ফুল একটি প্রাকৃতিক উপাদান। এতে কোনো রাসায়নিক নেই। ফুলে অ্যান্টিসেপটিক, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে। যা ত্বককে পুষ্টি জোগায়। ত্বককে হাইড্রেট করতে সহায়তা করতে পারে।
গোলাপ
গোলাপের পাপড়ি ত্বকে প্রশান্তি ছড়ায়। ত্বককে হাইড্রেট রাখে। কয়েকটি গোলাপের পাপড়ি নিন। এগুলো পিষে পেস্ট তৈরি করুন। তাতে এক টেবিল চামচ কাঁচা মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি আপনার মুখে লাগান। ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। আপনি একটি সতেজ ত্বক পাবেন। ত্বক উজ্জ্বল রঙ ধারণ করবে।
গাঁদা
গাঁদা ফুল প্রদাহ বিরোধী। এতে ব্যাকটেরিয়া রোধী বৈশিষ্ট্য রয়েছে। ব্রণ প্রবণ ত্বকের জন্য এই ফুল বেশ উপকারি। এক মুঠো গাঁদা ফুল পানিতে ১০ মিনিট ফুটিয়ে নিন। পানিটি ঠাণ্ডা হতে দিন। এরপর ছেঁকে নিন। একটি তুলার প্যাড দিয়ে আপনার মুখে টোনার হিসাবে পানিটি প্রয়োগ করুন।
হিবিস্কাস
হিবিস্কাস ফুল অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। বার্ধক্যজনিত লক্ষণগুলো কমাতে সহায়তা করে। কয়েকটি হিবিস্কাস ফুল পিষে দইয়ের সাথে মিশিয়ে নিন। একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এই পেস্টটি একটি ফেস মাস্ক হিসেবে প্রয়োগ করুন। ২০ মিনিটের জন্য রেখে দিন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে আপনি একটি তারুণ্য এবং উজ্জ্বল রঙ পাবেন।
জুঁই
জুঁই ফুল তার গন্ধের জন্য পরিচিত। এই ফুল ত্বকের উপকার করতে পারে। এক টেবিল চামচ নারকেল তেলের সাথে এক মুঠো জুঁই ফুল পিষে নিন। এই মিশ্রণটি মুখে বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন। এটি ১০ মিনিটের জন্য রেখে দিন। তারপরে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক পুষ্ট এবং কোমল দেখাবে।
জাফরান
জাফরান ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। দুই টেবিল চামচ দুধে কয়েকটি জাফরান সারারাত ভিজিয়ে রাখুন। সকালে একটি তুলোর বল ব্যবহার করে এই জাফরান-মিশ্রিত দুধটি আপনার মুখে লাগান। এটি ১৫ মিনিটের জন্য রেখে দিন। তারপরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সূত্র- বোল্ডস্কাই