চুলের পাঁচ সমস্যা রোধে জবা ফুল
প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশে চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে জবা ফুল্। চুল পড়া, খুশকির সমস্যা, পাকা চুল এমনকি চুল লম্বা করা সহ নানা সমস্যায় অনেকেরই ভরসা জবা ফুল। জবা ফুলে রয়েছে অ্যামাইনো এসিড যা চুলের কেরাটিন প্রোটিন উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। যা প্রাকৃতিকভাবে চুলের জেল্লা বাড়াতে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে চুলের পাঁচ সমস্যায় জবাফুল ব্যবহার করবেন।
১.চুলের ঘনত্ব বৃদ্ধিতে
জবা ফুলের পাপড়ি বেটে নারকেল তেলের সাথে মিশায়ে নিন। ৩০ মিনিট মাথায় রেখে শ্যাম্পু করে ফেলুন। চুলের ঘনত্ব বাড়াতে সপ্তাহে তিন দিন ব্যবহার করুন এই প্যাকটি্। এটি চুলের ঘনত্ব বৃদ্ধিতে ম্যাজিকের মতো কাজ করে।
২.রুক্ষ চুলের যত্নে
রোদে শুকোনো জবা ফুল কাঠবাদামের তেলের সাথে মিশিয়ে কাচের বোতলে রেখে দিন। এই তেলটি ১০-১৫ দিন ২-৩ ঘন্টা করে সূর্যের আলোতে রাখুন। তারপর গোসলের আগে ৩০ মিনিট মাথায় লাগিয়ে শ্যাম্পু করে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে রুক্ষ চুলও হবে রেশমের মতো কোমল।
৩.খুশকি দূর করতে
তিলের তেলে সাথে জবা ফুলের পাপড়ি বেটে মিশিয়ে নিন। গোসলের আঘে ৩০ মিনিট মিশ্রণটি মাথায় লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করে নিন। খুশকির সমস্যা অচিরেই দূর হয়ে যাবে।
৪.চুল পড়া বন্ধে
অ্যালো-ভেরা জেলের সাথে জবাফুলের পাপড়ি বেটে মিশিয়ে নিন। গোসলের আগে মিশ্রণটি মাথায় লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন । এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। এই টোটকা চুল পড়া রুখতে সহায়তা করবে।
৫.চুল পাকা রোধ করতে
এক বাটি পানিতে ৭-৮টি জবা ফুলের পাপড়ি ফুটিয়ে নিন। পানির রং যখন লাল হয়ে আসবে তখন সেটা নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর সেটা স্প্রে বোতলে ভরে রেখে দিন। অকালে চূল পেকে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে এই মিশ্রণটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া