আট ধাপে ঘরে বসে পার্লারের মত চুল কাটুন
চুলের আগা কয়েক দিন পরপরই ফেটে যায়। কিংবা লালচে হয়ে যায়। চুলগুলো দেখতে অসামঞ্জস্য লাগে। এ সময় পার্লারে গিয়ে অর্থ ও সময় উভয়ই খরচ হয়। তাই এগুলো বাঁচাতে আজ থেকে নিজেই কেটে ফেলুন নিজের চুল। পার্লারের কাজটি ঘরে বসেই সেরে ফেলুন।
চুল কাটার আগে সঠিক সরঞ্জামগুলো সংগ্রহ করে হাতের কাছে রাখুন। কাঁচি, চুলের ক্লিপার, চিরুনি এবং একটি আয়না। চুল ঠিকমত ট্রিম করার জন্য এই সরঞ্জামগুলো অপরিহার্য। এমন একটি জায়গা নির্বাচন করুন যেখানে পর্যাপ্ত আলো রয়েছে। সামনি ও পিছনে আয়না রাখার চেষ্টা করুন। এতে ছোট ছোট ভুলগুলো ধরতে পারবেন।
আপনার চুল ভালভাবে ধুয়ে নিন। এরপর শুকিয়ে নিন। যে কোনও জট থাকলে ছাড়িয়ে নিন। এ সময় ক্লিপ দিয়ে চুল ভাগ করে নিন। আপনি কতটুকু চুল কাটবেন তা নির্ধারণ করুন। প্রথমেই বেশি চুল নিয়ে ফেলবেন না। অল্প কেটে দেখুন।
কাঁচি দিয়ে কাটার সময় চুল সামান্য ভিজিয়ে নিন। এরপর চিরুনি দিয়ে আঁচড়ে নিন। এবার ক্লিপার দিয়ে আটকে রাখুন। চুলগুলো আঙ্গুলের ভিতর ধরে রাখুন।
এবার ধীরে ধীরে কাটা শুরু করুন। ক্লিপারগুলো খুলে আয়নায় দেখে নিন। প্রয়োজন মতো সামঞ্জস্য করুন।
ব্যাংস হেয়ার ট্রিম করার সময় চুল সামনের দিকে আঁচড়ান। এবার আঙ্গুলের মধ্যে ধরে রাখুন। ধীরে ধীরে ট্রিম করুন। চুল কাটা হয়ে গেলে প্রান্তগুলো পরীক্ষা করুন। প্রয়োজনে ছোট ছোট সংশোধন করুন।
আপনার জামাকাপড় এবং আশেপাশের জায়গা থেকে চুলগুলো সরিয়ে ফেলুন । এবার চুল ভাল মত ধুয়ে ফেলুন। তারপর পছন্দ মতো স্টাইল করুন।
সূত্র : বোল্ডস্কাই