ডার্ক সার্কেল দূর করার চার মাস্ক
বলা হয়ে থাকে, মানুষের চোখ কথা বলে। চোখ দিয়েই আপনি অনেক মানুষের মন কেড়ে নিতে পারবেন। কিন্তু এই চোখের চারপাশে যদি ডার্ক সার্কেল থাকে তবে তা বেশ অস্বস্তিকর। এর কারণে আপনাকে প্রকৃত বয়সের চেয়ে বয়স্ক দেখাতে পারে। সবসময় চেহারাতে একটা ক্লান্তি ভাব থাকতে পারে। কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা ব্যবহারে ডার্ক সার্কেল চলে যেতে পারে। বাড়িতে তৈরি চোখের মাস্কগুলো প্রাকৃতিক, সাশ্রয়ী মূল্যের এবং তৈরি করা সহজ। ডার্ক সার্কেল কমাতে এ সব উপাদান আপনার স্কিনকেয়ার রুটিনে অন্তর্ভুক্ত করুন।
শসা এবং আলু
শসা এবং আলুতে প্রাকৃতিক ব্লিচিং বৈশিষ্ট্য রয়েছে। যা চোখের চারপাশের ত্বকের রঙ হালকা করতে পারে। এই মাস্ক বানাতে প্রথমে শসা এবং আলু কুচি করে নিন। এগুলো থেকে রস বের করুন। তুলার সাহায্যে চোখের চারপাশে লাগান। ১৫ মিনিট রেখে দিন। এরপর ধুয়ে ফেলুন।
টমেটোর রস এবং লেবুর রস
টমেটোর রস এবং লেবুর রস ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। একটি পাকা টমেটো এবং একটি লেবু থেকে রস বের করুন। এবার একটি বাটিতে ১ টেবিল চামচ টমেটোর রসের সঙ্গে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এবার চোখের চারপাশে এটি লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
বাদাম তেল এবং অ্যালোভেরা জেল
বাদাম তেল ভিটামিন ই সমৃদ্ধ। যা চোখের চারপাশের ত্বককে পুষ্ট করতে সহায়তা করে। অ্যালোভেরা জেলের সাথে কয়েক ফোঁটা বাদাম তেল মিশিয়ে নিন। আলতো করে ডার্ক সার্কেলে ম্যাসাজ করুন। সেরা ফলাফলের জন্য এটি প্রতিদিন রাতে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলুন।
গোলাপ জল এবং দুধ
গোলাপ জল এবং দুধ চোখের চারপাশের ত্বকে পুষ্টি জোগাবে। এই দুই উপাদান ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে। একটি বাটিতে ১ টেবিল চামচ দুধ এবং ১ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে নিন। পরিষ্কার আঙুল বা নরম ব্রাশ ব্যবহার করে মাস্কটি চোখের চারপাশে প্রয়োগ করুন। ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। মাস্কটি শুকিয়ে যাওয়ার পরে আলতো করে ঠাণ্ডা পানি দিয়ে আপনার মুখ ধুয়ে ফেলুন।
সূত্র- বোল্ডস্কাই