কেন বাচ্চাদের মেকআপ করতে দিবেন?
বাচ্চাদের হাতে মেকআপ তুলে দেওয়া মানেই বিপদ ডেকে আনা। মা-বাবা তার সন্তানদের থেকে মেকআপ হাতের নাগালের বাইরে রাখেন। কিন্তু তারপরও আপনার সন্তানের ওপর প্রভাব ফেলবে। কারণ মা’কে তো সে সাজতে দেখছে। তাই তারও মাঝে মাঝে সাজতে মন চায়। বাচ্চারা বুঝতে পারে না যে মেকআপ তাদের জন্য উপযুক্ত না। যখন তারা মেকআপ নিয়ে খেলে, তাদের বকা না দিয়ে প্রসাধনী অন্বেষণ করার অনুমতি দিন। এটি তাদের নানা ভাবে সাহায্য করবে।
মেকআপ আত্মসম্মান উন্নত করতে পারে
পরিসংখ্যান অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে শতকরা ৪২-৫২ ভাগ কিশোর-কিশোরীরা তাদের আত্মবিশ্বাস বাড়ানোর উপায় হিসেবে মেকআপ ব্যবহার করে। মেকআপ শিশুদের স্ব-প্রকাশ অনুশীলন করতে সাহায্য করে। অল্প বয়সেই তাদের ব্যক্তিগত পরিচয় বিকাশের একটি উপায় হয়ে দাঁড়ায়। এতে করে তাদের মাঝে আত্মসম্মান গড়ে উঠবে। তারা বুঝতে শিখবে এটি সৌন্দর্য বাড়ানোর উপায়।
শিশুদের সৃজনশীলতা অন্বেষণ করার একটি উপায়
মেকআপ প্রাপ্তবয়স্কদের সৃজনশীল হওয়ার একটি উপায়। বাচ্চাদের জন্যও তা কার্যকর। সুন্দর ভাবে নিজেকে সাজানো একটি শিল্প। তাই তারা মেকআপ নিয়ে খেলতে গেলে সুযোগ করে দিন। একদিন তারা নিজ থেকেই এই শিল্পে পারদর্শী হয়ে ওঠবে।
মেকআপ অনুশীলন এবং রুটিন
সন্তানের মেকআপ নিয়ে আগ্রহ থাকলে মা-বাবার দায়িত্ব, মেকআপ সম্পর্কে তাকে অবগত করা। তাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে জানাতে হবে। মেকআপ সরঞ্জাম ব্যবহার সম্পর্কে তাদের শিক্ষা দিন। এতে করে তারাও শিখে যাবে কোন পণ্য কিভাবে ব্যবহার করবে। এমনকি মেকআপ করার পর তাদের মুখ দোয়ার জন্য উৎসাহিত করুন।
তথ্যসূত্র : হারবিউটি