দশমীর সাজ
চারদিকে শারদীয় দুর্গোৎসবের আমেজ। আজ বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই দশমীর সাজ হবে বেশ জমকালো। আর এই উৎসবে সাজতে ভালোবাসেন সবাই। বাঙালি নারীর সাজগোজের অন্যতম অনুসঙ্গ শাড়ি। বাঙালি নারীর সবচেয়ে নান্দনিক পোশাক হচ্ছে শাড়ি। যেকোনো উৎসবে শাড়ি ছাড়া নারীর সাজগোজ যেন অপূর্ণই থেকে যায়। পুজোর আমেজে মণ্ডপে মণ্ডপে শাড়ি পড়ে ঘুরে বেড়ানোর মজাই আলাদা।
শারদীয় পূজার প্রধান আকর্ষণ দশমী। আর দশমীর সাজে শাড়ির পাশাপাশি মেকআপটা পরীক্ষামূলক হলে মন্দ হয় না ! প্রথমেই ত্বকটাকে মেকআপের জন্য তৈরি করে নিয়ে প্রাইমার লাগিয়ে নেবেন। অবশ্যই মেকআপ ফুল কভারেজ হবে। মেকআপটাও ভারী হবে।
দশমীর সাজ মানে লাল পেড়ে সাদা শাড়ি, একদম লালরঙ শাড়ি বা সাদা জামদানি আর লাল ব্লাউজে হাতের কাজের নকশা। আজ সব বয়সী নারীরাই এ রঙগুলো বেছে নিতে পারেন।
অনেকে আবার প্রতিমার মতো করে নিজেকে সাজতে পছন্দ করেন। চোখের নিচে ঘন কাজল আর টানা লাইনার, লাল লিপস্টিক, স্নিগ্ধ মেকআপ আর সিঁদুর। এদিন ঠাকুরকে সিঁদুর পরিয়ে দেওয়ার পাশাপাশি নিজেরাও মেতে উঠেন সিঁদুর খেলায়। একান্তই যদি শাড়ি না পরেন তাহলে সাদা আর লালের কম্বিনেশনের কোনো সালোয়ার কামিজও পরা যেতে পারে।
আর পুরুষদের জন্য সাদা কুর্তির সঙ্গে লাল পায়জামা আর লাল ওড়নাও বেশ ফ্যাশেনেবল লাগবে। সাদা শাড়ির সঙ্গে লাল নেটের ফুল হাতা ব্লাউজ খুব ভালো মানাবে। মাথায় একগুচ্ছ সাদা ফুলের মালা আর কপালে বড় লাল টিপে পরিপূর্ণ আপনার দশমীর সাজ।