ত্বক টানটান করুন ৬ উপায়ে
সূর্যের ক্ষতিকর রশ্মি, ধুলাবালি, ডায়েট ও বয়সের কারণে ত্বক কুচকে যায়। বিশেষজ্ঞরা বলেন, আজকাল ৩৫ বছর হওয়ার আগেই অনেকের ত্বক বুড়িয়ে যাচ্ছে। জীবনযাপনের পরিবর্তনের কারণে এমনটা ঘটছে বলে তারা মনে করেন। নামিদামি সব ক্রিম বা লোশন না লাগিয়ে ঘরোয়া উপায়ে এই সমস্যার সমাধান করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
- ঘরোয়া কোনো উপায়ে ঝুলে যাওয়া ত্বক টানটান করবেন সে সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।
- স্ট্রবেরি হাতে চটকে নিয়ে প্যাকের মতো করে পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বককে টানটান করবে।
- ঝুলে যাওয়া ত্বককে টানটান করতে প্রতিদিন এক টুকরা শসা দিয়ে পুরো মুখ ভালো করে ঘষুন।
- এক চা চামচ টকদইয়ের সঙ্গে এক চা চামচ ডিমের সাদা অংশ মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে মুখের ত্বক টানটান হবে।
- দারুচিনির গুঁড়োর সঙ্গে সামান্য হলুদের গুঁড়ো, অল্প চিনি ও অলিভ অয়েল মিশিয়ে মুখে ঘষুন। এটি প্রাকৃতিক স্ক্রাবারের কাজ করবে যা মুখের ত্বককে টানাটন করবে।
- এক চা চামচ গোলাপজলের সঙ্গে এক চা চামচ চালের গুঁড়ো মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি মুখের ত্বকের মরা কোষ দূর করবে এবং ত্বককে টানটান করবে।
- পেঁপে চটকে নিয়ে মুখে লাগান। পাঁচ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ঝুলে যাওয়া ত্বককে টানটান করে এবং চেহারার বয়সের ছাপ দূর করে।