আপনার জিজ্ঞাসা
বানিয়ে গল্প লেখা নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৩৯তম পর্বে ফারহান মাহমুদ জানতে চেয়েছেন, বানিয়ে গল্প লেখা নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : বানিয়ে গল্প লেখা নিয়ে ইসলাম কী বলে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। গল্প তো বানিয়েই লিখতে হয়। গল্প লেখার জন্য তো আলাদা কোনো বই নেই। এটি ধারণা থেকে বানিয়েই লিখতে হয়। গল্প আবেগ, পরিবেশ, সমাজ দর্শন, জীবন দর্শন ইত্যাদি থেকে লিখতে হয়। তবে এমন গল্প লেখা ঠিক নয় যেটি পড়ে মানুষের নৈতিক অবক্ষয় হবে। কিংবা আকিদাগত দিক থেকেও বিপরীত। এসব যদি লিখেন তাহলে তিনি গুনাহগার হবেন। তাই গল্প লেখকদেরও দায় আছে। লেখকদের এই ব্যাপারগুলো নিয়ে সচেতন হওয়া উচিত। গল্প লিখা ইসলামে জায়েজ তবে অবশ্যই শর্তগুলো মাথায় রাখতে হবে।