অলস সময়ে অনলাইনে যা করবেন
অনাকাঙ্খিত অবসরে বাসায় বসে অলস সময় কাটছে মানুষের। এর বাইরে প্রায়ই নানা ছুটিতে ও অবসরে অলস সময় আসে। কিন্তু, সেই সময় কাটতে চায় না। তবে, চিন্তা নেই। অলস সময়ে বাসায় বসে করার মতো অনেক কাজই আছে। তা হতে পারে বিনোদনমূলক, আবার বানাতে পারেন প্রোডাক্টিভ। বাসায় অলস সময়ে কী করবেন, তা নিয়ে দর্শকের জন্য এই আয়োজন।
ওয়েব সিরিজ বা মুভি দেখুন: Netflix, YouTube, Disney+ Hotstar, Hoichoi এর মতো প্ল্যাটফর্মে বিভিন্ন ধরণের ওয়েব সিরিজ এবং মুভি উপভোগ করতে পারেন।
গান শুনুন: Spotify, YouTube Music, Gaana এর মতো মিউজিক স্ট্রিমিং অ্যাপ্লিকেশনে আপনার পছন্দের গান শুনুন।
গেম খেলুন: অনলাইনে বিভিন্ন ধরণের গেম খেলুন, যেমন ক্যাজুয়াল গেম, পাজল গেম, স্ট্র্যাটেজি গেম, বা মাল্টিপ্লেয়ার গেম।
ইউটিউব ভিডিও দেখুন: আপনার আগ্রহের বিষয় সম্পর্কে জানতে বা শুধু মজার জন্য ইউটিউবে ভিডিও দেখুন।
ই-বই পড়ুন: আপনার পছন্দের বইয়ের ই-বুক সংস্করণ পড়ুন।
পডকাস্ট শুনুন: বিভিন্ন বিষয়ের উপর আকর্ষণীয় পডকাস্ট শুনুন।
অনলাইন কোর্স করুন: আপনার আগ্রহের বিষয়ে নতুন দক্ষতা শিখতে বা আপনার জ্ঞানের ভিত্তি প্রসারিত করতে অনলাইন কোর্স করুন।
ভিডিও টিউটোরিয়াল দেখুন: YouTube বা অন্যান্য ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ের উপর টিউটোরিয়াল ভিডিও দেখুন।
ব্লগ পড়ুন: আপনার আগ্রহের বিষয় সম্পর্কে জানতে বিভিন্ন ব্লগ এবং ওয়েবসাইট ভিজিট করুনি।
অনলাইন ভাষা শিখুন: Duolingo, Memrise, Babbel এর মতো অ্যাপ্লিকেশন ব্যবহার করে নতুন ভাষা শিখুন।