আইসক্রিম খেয়ে মজবুত থাকবে দাঁত, মানতে হবে ৩ নিয়ম
আইসক্রিম খেতে অনেকেই পছন্দ করেন। আইসক্রিমের জন্য বাচ্চাদের বায়না সামলাতে গিয়ে অতিষ্ট হয়ে পড়তে হয় বাবা-মায়েদের। কিন্তু আইসক্রিমের প্রতি ভালবাসা বড়দেরও কিছু কম নয়। চকোবার, ম্যাঙ্গো কিংবা বাটারস্কচ দেখলেই বড়দের মনের মধ্যেও প্রজাপতি নেচে বেড়ায়। আইসক্রিম দেখলে নিজেকে সামলানো সহজ নয় ছোট-বড় কারও পক্ষেই। তবে আইসক্রিম খেয়ে দাঁতের অবস্থা কী হবে, তা নিয়েও চিন্তা থাকে। চলুন জেনে নেওয়া যাক আইসক্রিম খেয়েও কীভাবে দাঁতের যত্ন নেওয়া যাবে?
১. শরীর আর্দ্র রাখতে প্রচুর পানি খাওয়ার কথা বলে থাকেন চিকিৎসকরা। কিন্তু শুধু শরীর নয়। গরমে দাঁত ভাল রাখতেও পানি খাওয়া প্রয়োজন। বেশি বেশি পানি খাওয়ার অভ্যাস দাঁতের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।
২. মিষ্টি খেতে ভাল লাগলেও দাঁতে-এর প্রভাব পড়ে। তাই দাঁত ভাল রাখতে গরমে মিষ্টি খাওয়ার পরিমাণ কমান। মিষ্টি খেলেও কম চিনি আছে এমন মিষ্টি খান। চকোলেট খেলেও খাওয়ার পর গরম পানি দিয়ে ভালো করে কুলকুচি করে নিন। দাঁতের ফাঁকে মিষ্টি বা চকোলেটের টুকরো আটকে থাকলে দাঁতের এনামেল ক্ষয় হয়ে যায়। এই ধরনের সুরক্ষাবিধিগুলো শুধু গরমে নয়, সারা বছর মেনে চলা প্রয়োজন।
৩. দাঁত ভাল রাখতে সুরক্ষাবিধি মেনে চলা প্রয়োজন। তা ছাড়াও দাঁতে ছোটখাটো কোনো সমস্যা হলে দন্ত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া জরুরি। সমস্যা দেখা না দিলেও মাসে একবার করে অন্তত চিকিৎসকের কাছে রুটিন চেকআপ করিয়ে নেওয়া প্রয়োজন।