আশুগঞ্জে ইউপি নির্বাচনে ৪১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা
আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪০ জন, মেম্বার পদে ২৯০ জন এবং সংরক্ষিত নারী পদে ৮১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল পর্যন্ত প্রার্থীরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে লালপুর, শরীফপুর ও তারুয়া ইউপি নির্বাচনের রিটার্নিং দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সোমা যাদব, আশুগঞ্জ সদর ও চরচারতলা ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম, আড়াইসিধা ও তালশহর ইউপি নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন কুমার সাহা এবং দূর্গাপুর ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৈয়দ রাফিউদ্দিন।
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা জানান, আশুগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন, সাধারণ সদস্য পদে ৪৮ জন ও সংরক্ষিত নারী পদে আটজন, চরচারতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ সদস্য পদে ৪৪ জন, সংরক্ষিত নারী পদে ১২ জন, আড়াইসিধা ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন, সাধারণ সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী পদে সাতজন, লালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সদস্য পদে ৩০ জন, সংরক্ষিত নারী পদে ১২ জন, তালশহর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত নারী পদে ১০ জন, দূর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আটজন, সাধারণ সদস্য পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী পদে ১৩ জন, শরীফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন, সাধারণ সদস্য পদে ২৭ জন ও সংরক্ষিত নারী পদে ৯ জন এবং তারুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, সাধারণ সদস্য পদে ২৭ ও সংরক্ষিত নারী পদে ১০ প্রার্থী তাদের মনোয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ১২ ডিসেম্বর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাচাই করা হবে বলে জানান ওই কর্মকর্তারা।
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, আটটি ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারি প্রার্থীরা হলেন আশুগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাহউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম, মো. তফসির সিকদার, মুরাদ হোসেন, মনির, আলাউদ্দিন আনসারী ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. শাহজাহান।
চরচারতলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আইয়ুব খান, স্বতন্ত্র প্রার্থী এম এ লিটন, মো. ফাইজুর রহমান, মুছা মিয়া ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রাজু আহমেদ উজ্জ্বল।
দূর্গাপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিয়াউল করিম খান সাজু, স্বতন্ত্র প্রার্থী মো. নাজমুল হক, রওশন আলী, এমরান হোসেন, রাসেল মিয়া, মো. হামিদ, মো. মুমিনুল ইসলাম ও মো. লুৎফুর রহমান।
আড়াইসিধা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সেলিম মিয়া, স্বতন্ত্র প্রার্থী আবু সায়েম মিঠু, হামিমুর রহমান ভূইয়া, এনামুল হক সেন্টু, রাশেদুর রহমান ভূইয়া ও দিহাম আফরীন। লালপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোরশেদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মো. আবুল খায়ের। তালশহর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সোলাইমান মিয়া, স্বতন্ত্র প্রার্থী মো. আবু সামা, সাচ্চু মিয়া, এস এম নাহিদ ও আবু জাফর মুর্তজ আলী। তারুয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইদ্রিছ হাসান, স্বতন্ত্র প্রার্থী বাদল সাদির, মো. হুমায়ুন কবির ও নাছিমা আক্তার।
শরীফপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী সাইফ উদ্দিন চৌধুরী ও মো. নাজমুল হক সুমন চৌধুরী।