থাইরয়েডের সমস্যা আসলে কী
অনেকে থাইরয়েডের সমস্যায় ভুগছেন। অনেকের ক্ষেত্রে এ সমস্যা থেকে নানারকম জটিলতা দেখা দিচ্ছে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে থাইরয়েডের সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে থাইরয়েডের সমস্যা ও তার প্রতিকার নিয়ে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এন্ড্রোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. শারমিন জাহান নিটোল।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. ইন্দ্রজিৎ প্রসাদ বলেন, থাইরয়েডের সমস্যার আগে বলতে চাই থাইরয়েড ব্যাপারটা কী। অনেক পেশেন্ট এসে বলে যে আমার থাইরয়েড হয়েছে। জন্মগতভাবে সব মানুষের থাইরয়েড থাকে। আমাদের গলার সামনে প্রজাপতির মতো ছোট গ্ল্যান্ড থাকে। এটা শ্বাসনালীর সামনে থাকে। এই অরগ্যানটার নামই থাইরয়েড।
ডা. ইন্দ্রজিৎ প্রসাদ আরও বলেন, থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন তৈরি হয়। আমাদের মাথা থেকে পা পর্যন্ত হরমোন ছড়িয়ে পড়ে এবং আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত করে। কখনও যদি হরমোনটা বেশি তৈরি হয়, অথবা কম তৈরি হয়, অথবা থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে যদি গোটা তৈরি হয়, তাহলে বিভিন্ন রকম জটিলতা দেখা দেয়। এই হরমোন কম ও বেশি হওয়ার নাম হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম।
থাইরয়েডের সমস্যা ও এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।