তিন দিনের সফরে ভারতের রাষ্ট্রপতি ঢাকায় আসছেন আজ
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিবর্ষের সমাপনী, ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিন দিনের সফরে আজ বুধবার ঢাকায় আসছেন।
আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি ঢাকা অবস্থান করবেন। সেজন্য রাজধানীতে নিরাপত্তার পাশাপাশি যান চলাচলে কঠোর নিয়ন্ত্রণ করা হয়েছে।
আজ মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফরের বিস্তারিত তুলে ধরেন।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের অনন্য নিদর্শন হিসেবে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আমন্ত্রণে আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় সফর করবেন।’
রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন। এ সময় ভারতের রাষ্ট্রপতিকে বিমান বন্দরে গার্ড অব অনার দেওয়া হবে।
এরপর রাষ্ট্রপতি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। একই দিন দুপুরে তিনি ধানমন্ডি ৩২-এ অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন।’
সফরকালে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি।
ঢাকা সফরকালে ভারতের রাষ্ট্রপতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।
এ ছাড়া জাতীয় সংসদ ভবন চত্বরে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এটাই হবে বাংলাদেশে প্রথম সফর।
সফরে কী কী বিষয়ে আলোচনা হতে পারে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের যখনই সাক্ষাৎ হয়, আমরা সব ধরনের সমস্যা নিয়ে আলোচনা করি। যদিও ভারতের রাষ্ট্রপতি একটি বিশেষ আয়োজনে ঢাকায় আসছেন, তারপরও আমরা আশা করছি তাঁর সঙ্গে আমাদের ইস্যুগুলো নিয়ে আলোচনা করব।’