নারী বিশ্বকাপে কবে কখন বাংলাদেশের ম্যাচ
আগামী বছর মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। আসরের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৪ মার্চ মাঠে গড়াবে আসরটি।
প্রথমবার বৈশ্বিক এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। ৫ মার্চ লাল-সবুজের দল প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ডানেডিনে ইউনিভার্সিটি ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এবারের আসরে অংশ নেবে আটটি দল। রাউন্ড রবিন পদ্ধতিতে সব দলই একে অপরের মুখোমুখি হবে।
স্বাগতিক হওয়ায় আসরে সরাসরি খেলছে নিউজিল্যান্ড। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকার সুবাদে বিশ্বকাপে সরাসরি খেলছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত।
এদিকে জিম্বাবুয়েতে হয়ে যাওয়া বাছাই পর্ব শেষে বিশ্বকাপের মূল পর্বের টিকেট পেয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য করোনাভাইরাসের কারণে বাছাই পর্ব মাঝ পথেই শেষ হয়ে যায়। পরে র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ২০২২ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকেট পেয়ে যায়।
বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী ৭ মার্চ, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এরপর তাঁরা ১৪ মার্চ হ্যামিলটনে লড়বে পাকিস্তানের বিপক্ষে। ১৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ ভারত, ২৫ মার্চ অস্ট্রেলিয়া ও ২৭ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল সেমিফাইনালে খেলবে। ৩ এপ্রিল ক্রাইস্টচার্চের হাগলি ওভালের ফাইনাল দিয়ে পর্দা নামবে নারী বিশ্বকাপের।
টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ৩১টি। খেলা হবে নিউজিল্যান্ডের ছয়টি শহর, ডানেডিন, তাওরাঙ্গা, অকল্যান্ড, ক্রাইস্টচার্চ, ওয়েলিংটন ও হ্যামিল্টনে।
নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সূচি :
৫ মার্চ ২০২২ : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (ডানেডিন)
৭ মার্চ ২০২২ : বাংলাদেশ-নিউজিল্যান্ড (ডানেডিন)
১৪ মার্চ ২০২২ : বাংলাদেশ-পাকিস্তান (হ্যামিল্টন)
১৮ মার্চ ২০২২ : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ (বে ওভাল)
২২ মার্চ ২০২২ : বাংলাদেশ-ভারত (হ্যামিল্টন)
২৫ মার্চ ২০২২ : বাংলাদেশ-অস্ট্রেলিয়া (ওয়েলিংটন)
২৭ মার্চ ২০২২ : বাংলাদেশ-ইংল্যান্ড (ওয়েলিংটন)