উইঘুর এলাকা থেকে আমদানি নিষিদ্ধে বিল পাস মার্কিন কংগ্রেসে
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নতুন একটি বিল পাস হয়েছে, যা আইনে পরিণত হলে দেশটির কোম্পানিগুলোকে চীনের জিনজিয়াং অঞ্চল থেকে তাদের আমদানি করা পণ্য বাধ্যতামূলক শ্রমে উৎপাদিত নয় এমন প্রমাণ দিতে হবে।
সংখ্যালঘু উইঘুর মুসলিম অধ্যুষিত অঞ্চলটিতে ভয়াবহ নিপীড়ন চলছে বলে ওয়াশিংটন দীর্ঘদিন ধরে অভিযোগ করে এলেও বেইজিং বরাবরই তা প্রত্যাখ্যান করেছে।
জিনজিয়াং নিয়ে একের পর এক ব্যবস্থা নিয়ে চীনকে চাপেও রেখেছে, তারই ধারাবাহিকতায় সিনেটে বৃহস্পতিবার ‘উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট’ নামের নতুন এ বিলটি পাস হয় বলে জানিয়েছে বিবিসি।
বিলটি এখন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেস্কে যাবে, তিনি স্বাক্ষর করলে পরিণত হবে আইনে।
জিয়ানজিংয়ে ব্যবসার সঙ্গে জড়িত কোকা-কোলা, নাইকি ও অ্যাপলের মতো বড় বড় অনেক কোম্পানি বিলটির বিরোধিতা করে আসছে।
হোয়াইট হাউসও কয়েক মাস ধরে এ ধরনের আইনের ব্যাপারে দ্বিধান্বিত ছিল। তবে কয়েকদিন আগে প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, কংগ্রেসে উইঘুরদের এলাকা থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার বিল পাস হলে, প্রেসিডেন্টও তাতে স্বাক্ষর করবেন।
কয়েকদিন আগে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের আইনপ্রণেতারা ‘উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট’ বিলের ভাষা নিয়ে একমত হন। আইনপ্রণেতাদের মধ্যে হওয়া সমঝোতায় চীনে রাষ্ট্রদূত হিসেবে বাইডেন মনোনীত নিকোলাস বার্নসের নিয়োগ অনুমোদনের ক্ষেত্রে রিপাবলিকান বাধা সরিয়ে নেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।