করোনায় শনাক্তের হার এক শতাংশের নিচে
দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৪৭ জনের। নতুন করে আরও ১৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশে মোট ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৪৪ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৫ হাজার ৪০৩ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৪৮টি ল্যাবে ১৩ হাজার ৯৭১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ৭১৬টি। করোনা শনাক্তের হার শুন্য দশমিক ৮৭ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ।
মৃতদের চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। এ পর্যন্ত নারী মৃত্যু হয়েছে ১০ হাজার ১০৫ জন, পুরুষ ১৭ হাজার ৯৪২ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন। তাদের একজনের বাড়ি ঢাকায়, দুজনের বাড়ি খুলনায় ও আরেকজনের বাড়ি বরিশাল। তিনজন সরকারি হাসপাতালে ও বেসরকারি হাসাপাতালে একজন মৃত্যুবরণ করেছে।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চে। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।