চিলির প্রেসিডেন্ট নির্বাচনে ছাত্র আন্দোলনের নেতার জয়
দক্ষিণ আমেরিকার দেশ চিলির প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি প্রার্থী গ্যাব্রিয়েল বরিস জয় পেয়েছেন। গতকাল রোববারের রানঅফ ভোটে কট্টর ডানপন্থি প্রতিদ্বন্দ্বী হোসে আন্তোনিও কাস্তকে পরাজিত করেন তিনি। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়।
ভোট শেষে গণনা শুরু হওয়ার পর মাত্র দেড় ঘণ্টার মধ্য পরাজয় স্বীকার করে নেন কাস্ত, তখন প্রায় অর্ধেক ব্যালট গণনা শেষ হয়েছিল।
অধিকাংশ ভোট গণনার পর দেখা যায়, বরিস ৫৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং কাস্ত ৪৪ শতাংশ ভোট পেয়েছেন।
সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে চিলির জনমত দুটি বিরুদ্ধ মতবাদে বিশ্বাসী শিবিরে তীব্রভাবে বিভক্ত হয়ে পড়েছিল, যা গত কয়েক দশকে দেখা যায়নি।
নির্বাচনীয় প্রচারণায় উভয় প্রার্থীই দেশ পরিচালনার ক্ষেত্রে পুরোপুরি পৃথক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন। তাঁরা উভয়েই এমন দুটি দলের প্রতিনিধিত্ব করেছেন, যাঁরা কখনোই ক্ষমতায় ছিল না।
৩৫ বছর বয়স নিয়ে চিলির সবচেয়ে কম বয়সি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন গ্যাব্রিয়েল বরিস।