জেএসসি পরীক্ষা : শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ল
২০২১ সালের জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে এই ফরম পূরণ করা যাবে।
আজ সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আমিরুল ইসলামের স্বাক্ষর করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘২০২১ সালের জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের অনলাইনে ফর পূরণের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এ সময়ের মধ্যেই অনলাইনে আবেদন ফরম পূরণ সম্পন্ন করতে হবে।’
এর আগে গত ৩০ নভেম্বর অনলাইনে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ঢাকা শিক্ষা বোর্ড। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, তালিকা অনুযায়ী ২০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে ফরম পূরণ করতে হবে। এবারের কেন্দ্রীয়ভাবে জেএসসি পরীক্ষা হবে না। তবে উত্তীর্ণ পরীক্ষার্থীরা বোর্ডের সনদ পাবেন।