দুই ডোজ টিকা নিয়েও চারজনের মৃত্যু
দুই ডোজ টিকা নিয়েও গত সপ্তাহে করোনাভাইরাসে চারজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সপ্তাহে দেশে করোনা ভাইরাসে ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন পুরুষ এবং ৫ জন নারী। তাঁদের মধ্যে ১৬ জন অর্থাৎ শতকরা ৮০ ভাগ করোনা ভাইরাসের টিকা নেননি এবং বাকি চারজন দুই ডোজ টিকা নিয়েছিলেন।
আরও জানানো হয়েছে, গত এক সপ্তাহে মৃতদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন শতকরা ৫ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৫ শতাংশ, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪০ শতাংশ, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আছেন ২০ শতাংশ।
এদিকে আজ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃত দুজন পুরুষ। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫০ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৩৬ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জন করোনা থেকে সুস্থ হলো।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চে। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।