শহিদের এই জ্যাকেটের দামে স্মার্টফোন কিনতে পারবেন
বলিউড তারকা শহিদ কাপুর। তাঁর ফ্যাশন সেন্স নিয়ে কটুকথা বলবেন, এমন মানুষ বি-টাউনে মিলবে না। এমনিতে ঋতুতে শীত। তার ওপর শিগগিরই মুক্তি পাচ্ছে শহিদ কাপুর ও ম্রুণাল ঠাকুর অভিনীত ‘জার্সি’। এখন প্রচারণায় ব্যস্ত সময় কাটছে তাঁদের।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, হালে ভারতের বিভিন্ন শহরে সিনেমার প্রচারে নেমেছেন শহিদ কাপুর। পরছেন নিত্যনতুন পোশাক। আর তারকাদের সব খবর জানতে আগ্রহী ভক্তকুল। এবার তাঁর একটি পোশাক অন্তর্জালে নজর কেড়েছে।
সম্প্রতি শহিদকে সেইলর কালারব্লকের জ্যাকেট পরতে দেখা যায়। শীতের জ্যাকেটে শহিদ আরেক বার তাঁর হটনেস দেখালেন!
সাদা-নীল জ্যাকেটের সঙ্গে শহিদ ম্যাচ করে পরেছেন ট্রাউজার ও নেভি ব্লু শার্ট। বলুন তো, জ্যাকেটের দাম কত হতে পারে?
হুম, আপনার অনুমানই ঠিক। জ্যাকেটের দাম দিয়ে আপনি একটি ভালো স্মার্টফোন অথবা ভ্রমণেও যেতে পারবেন। জ্যাকেটটির দাম ৪৪ হাজার ৫০০ রুপি, বাংলাদেশের মুদ্রায় যা ৫০ হাজার টাকার মতো।
যা হোক, ‘জার্সি’ সিনেমায় একজন মধ্যবিত্ত পরিবারের সদস্যের ভূমিকায় অভিনয় করেছেন শহিদ কাপুর, যিনি পরিবারের সুরক্ষায় ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন। কীভাবে তিনি তাঁর স্বপ্ন পূরণ করলেন, সেই গল্প দেখানো হবে সিনেমায়। শহিদের স্ত্রীর ভূমিকায় রয়েছেন ম্রুনাল ঠাকুর।