বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বিরাজ করছে : ধর্ম প্রতিমন্ত্রী
বাংলাদেশে সব ধর্মের মানুষ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছে। তারা অসাম্প্রদায়িক চেতনা লালন করছে বলে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
আজ বুধবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্ম মন্ত্রণালয়ের ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রচারণার আওতায় আন্তঃধর্মীয় সংলাপ’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
ইসলাম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা কেউ কারও প্রতিপক্ষ নয় উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন ধর্মীয় উৎসবে তারা সবাই একাকার হয়ে যায়। এটাই বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার চিরায়ত সংস্কৃতি।
ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে এ বছর ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে এই সংখ্যা ছিল অনেক কম। আগামীতে মণ্ডপের সংখ্যা কমিয়ে আনা যায় কি না, তা ভেবে দেখা দরকার।
জেলা প্রশাসক মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে আরও বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক আবুল কালাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের স্বপন কুমার শীল প্রমুখ।