করমজলে একাকী ঘুরলেন বিদিশা এরশাদ
একা নির্জনে সুন্দরবনের করমজল ঘুরে গেলেন বিদিশা এরশাদ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে তিনি করমজলে পৌঁছান। মোংলার স্থায়ী বন্দরের ফেরিঘার সংলগ্ন এলাকা থেকে তিনি একটি জালিবোটে (নৌযান) করে করমজলে যান। সেখানে গিয়ে তিনি একা একাই ঘুরে বেড়ান করমজলে।
বিদিশা সেখানে দায়িত্বরত বন কর্মকর্তা-কর্মচারীদের তার পরিচয়ও দেননি। ছিল না তার কোনো ব্যক্তিগত নিরাপত্তাকর্মীও। সাধারণ দর্শনার্থীদের মতোই কাউন্টার থেকে টিকিট কেটে ঘুরে দেখেন এ পর্যটন কেন্দ্রে। করমজলের ঘুরাঘুরির এক পর্যায়ে তিনি নজরে আসেন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবিরের।
পরে তার কাছে গিয়ে ওই বন কর্মকর্তা দেখেন বিদিশা এরশাদকেই। এ সময় বন কর্মকর্তা আজাদ তাঁর সঙ্গে একটি ছবিও তোলেন। বিদিশা এরশাদের বাবা আবু বকর সিদ্দিক এক সময়ে বাগেরহাট পিসি কলেজে শিক্ষকতা করতেন। সেই সুবাদেই বিদিশা বাগেরহাট এসে সেখান থেকে করমজলে ঘুরতে আসেন।