কোভিড : এক দিনে এত শনাক্ত আগে দেখেনি যুক্তরাষ্ট্র
করোনার মহামারি শুরুর পর থেকে ভাইরাসে এক দিনে এযাবৎকালের সর্বাধিক আক্রান্ত শনাক্তের দিন দেখল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে পাঁচ লাখের বেশি নতুন করোনভাইরাস রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বলা হচ্ছে, শনাক্তের সংখ্যা আগের দিনের চেয়ে এক লাখের বেশি এবং যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যে এযাবৎকালের সর্বাধিক সংখ্যক শনাক্তের রেকর্ডও হয়েছে এদিন। সংবাদমাধ্যম দি ইন্ডিপেন্ডেন্ট এবং বার্তা সংস্থা বিএনও নিউজ এ তথ্য জানিয়েছে।
বিএনও নিউজ বলছে, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার পাঁচ লাখ ৮৭ হাজার ৫৬৪ জন করোনায় আক্রান্ত শনাক্তের তথ্য জানিয়েছে। এ সংখ্যা গত সপ্তাহের তুলনায় ১১৭ শতাংশ বেশি। শুধু তাই নয়, করোনার মহামারি শুরুর পর থেকে এটি বিশ্বের যেকোনো দেশের জন্য এক দিনে সর্বাধিক শনাক্তের নতুন রেকর্ড।
যুক্তরাষ্ট্রে এ মুহূর্তে দৈনিক শনাক্ত হিসাবে সাত দিনের গড় তিন লাখ ৪৭ হাজার ৪৫৯, যা গত মাসের গড়ের তুলনায় ৮২ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা-সিডিসি বলছে—প্রত্যেক মার্কিন অঙ্গরাজ্যে উচ্চমাত্রায় কোভিডের সংক্রমণ হচ্ছে। এর মধ্যে দৈনিক সংক্রমণের ৫৯ শতাংশই হচ্ছে অত্যন্ত সংক্রামক ওমিক্রন ভ্যারিয়্যান্টের কারণে।
এ ছাড়া হাসপাতালেও কোভিড রোগীর সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার করোনায় আরও এক হাজার ৪০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। করোনায় যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে আট লাখ ২৬ হাজার ১১৫ জনের।