তৈমূরকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা থেকে অব্যাহতি
দলের চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে তাঁর পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। গতকাল রোববার রাতে দলের পক্ষ থেকে চিঠি দিয়ে তৈমূর আলমকে পদ প্রত্যাহারের বিষয়টি জানিয়ে দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এনটিভি অনলাইনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘তৈমূর আলম খন্দকারকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
এর আগে, গত সপ্তাহে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে নারায়ণঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে সরিয়ে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে দায়িত্ব দেন বিএনপির হাইকমান্ড।
স্থানীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। কিন্তু তৈমুর আলম খন্দকার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার।
এর আগে নাসিক সিটির প্রথম ভোটে তৈমূর আলম নির্বাচন করতে চাইলেও দলের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।