২৩ শিল্পীর পরিবেশনায় মুক্তি পেল ‘বাংলাদেশ’
২৩ জন শিল্পীর পরিবেশনায় ‘বাংলাদেশ’ শিরোনামে একটি দেশের গান মুক্তি পেয়েছে। সম্প্রতি স্টার টি মিউজিক চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়।
সোমা তাহেরা চৌধুরীর কথা, তানিম হায়াত খান রাজিতের সুর ও আকাশ মাহমুদের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন ডলি সায়ন্তনী, শফিক তুহিন, ছন্দা চক্রবর্তী, সাফিকা নাসরিন মিমি, তানিম হায়াত খান রাজিত, তাপস ইকবাল, লুৎফুন নাহার পাখী, আরিফা নিশাত, মামনুর সুমন, রিদম হাসান, অঞ্জনা সরকার মনি, তিমির রায়, সোমা তাহেরা চৌধুরী, শারমিন শুক্তি, মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, ইশরাত জাহান, সালমা সুলতানা, গুলশান বহ্নি, বিপুল কুমার সাহা, মাসুদ রানা, গৌরী নন্দিতা, মোয়াজ্জেম হোসেন বিপুল প্রমুখ। গানটিতে মডেল হয়েছেন মঞ্চশিল্পী ও নাট্যনির্দেশক জাহাঙ্গীর চৌধুরী।
সম্প্রতি রাজধানীর বনশ্রীর অটোগ্রাফ মিউজিক ক্যাফেতে গানটির উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য সংগীত পরিচালক শেখ সাদী খান এবং বীর মুক্তিযোদ্ধা ও কণ্ঠশিল্পী লিনু বিল্লাহ।
সাফিকা নাসরীন মিমির নির্দেশনায় ভিডিওগ্রাফিতে সহযোগিতা করেছেন জাহাঙ্গীর চৌধুরী।