করোনায় মৃত্যু বেড়ে ছয়, শনাক্ত ৭৭৫ জন
দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু দাঁড়াল ২৮ হাজার ৮৭ জনে। নতুন করে আরও ৭৭৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮৭ হাজার ৯১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছে ১৮৫ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৯ হাজার ৯৫৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৫২টি ল্যাবে ১৯ হাজার ৮৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৯ হাজার ৭৪০টি। করোনা শনাক্তের হার ৩ দশমিক ৯১ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ।
নতুন মারা যাওয়াদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী। তাঁদের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন। এরমধ্যে ঢাকায় তিনজন, চট্টগ্রাম বিভাগে দুইজন ও রাজশাহী বিভাগে একজন। এর মধ্যে সরকারি হাসপাতালে তিনজন এবং বেসরকারি হাসপাতালে তিনজন মারা গেছেন।
উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই বছরের ১৮ মার্চ।