জবিতে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ শান্ত চত্বরে কেক কেটে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। আজ মঙ্গলবার সকালে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ নেতাকর্মীরা ছিলেন।
শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, ‘দেশকে স্বাধীন করার জন্য যে সংগঠন বেশি রক্ত দিয়েছে তা হল বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের প্রায় ১৭ হাজার নেতাকর্মী যুদ্ধের সময় রক্ত দিয়েছে। দেশের সাধারণ মানুষের যেকোনো অধিকার আদায়ে পাশে ছিল বাংলাদেশ ছাত্রলীগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবির জন্য আগের মতো ভবিষ্যতেও লড়ে যাবে।’
সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে সকালে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশক্রমে ধানমণ্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করি এবং বিশ্ববিদ্যালয়ে এসে সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।’
সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ সব সময় দেশের সার্বভৌমত্ব, মানবিক কাজের জন্য যে সংগঠন কাজ করে যাচ্ছে সে সংগঠনের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী। শুধু জগন্নাথে নয় সারাবাংলার প্রায় ৫০ লাখ নেতাকর্মী, এ সংগঠনকে যারা ভালোবাসে আজকে আনন্দের সঙ্গে দিনটি উদযাপন করবে। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ছাত্রলীগ সবসময় কাজ করেছে, কাজ করে যাবে।’
এর আগে সকাল ৮টায় ধানমণ্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে।