উন্নয়নের বিরুদ্ধে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে: নৌপ্রতিমন্ত্রী
উন্নয়নের বিরুদ্ধে বিএনপি-জামায়াত এখন বিদেশে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
আজ শনিবার রাজধানীর হাজারীবাগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনের উদ্যোগে এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী কয়েকশ শীতার্তের মাঝে কম্বল তুলে দেন।
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর মহানুভবতার সুযোগ নিয়ে, হাসপাতালে বসে খালেদা জিয়া দেশবিরোধী ষড়যন্ত্র করছে। যারা এতিমের টাকা আত্মসাৎ করে দণ্ডিত হয়ে আছে, তাদের চিকিৎসা করাতে হয়। প্রধানমন্ত্রী হিসেবে আপনি (খালেদা জিয়া) এতিমের টাকা লুট করেছেন। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে যেই সম্মান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, এটা শেখ হাসিনার মহানুভবতা। অথচ আপনি আপনার সেই গোষ্ঠীকে নামিয়ে দিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে।
উন্নয়নের বিরুদ্ধে বিএনপি-জামায়াত এখন বিদেশ ষড়যন্ত্র করছে মন্তব্য করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়ন পছন্দ করছে না। এ বাংলাদেশে তারা বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করতে পারেনি। বিচার হয়েছে। শাস্তি হয়েছে। যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারেনি। ৯৩ দিন অবরোধ দিয়ে দেশের অর্থনীতি পঙ্গু করতে চেয়েছিল, পারেনি। সব কিছুতে ব্যর্থ হয়ে তারা বিদেশে যাচ্ছে। আমেরিকা নাকি আজকে আমাদের নিষেধাজ্ঞা দেয়। আমাদের সেই যুদ্ধ আজকে জাতীয় পর্যায়ে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে জাতীয় পর্যায়ে নেই; আন্তর্জাতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে আজকে যুদ্ধ করে মার্কিন প্রেসিডেন্ট। এটা আমাদের গর্বের ও অহঙ্কারের। আজকে আমরা সেই জায়গায় গেছি।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় জাতির পিতা বঙ্গবন্ধুর বিরুদ্ধে এ বাংলার মানুষকে হত্যা করার জন্য সপ্তম নৌবহর পাঠানো হয়েছিল। বাংলাদেশের জনগণ সেটা প্রতিহত করেছে। আজকে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। আমাদের যুদ্ধ এখন জাতীয় পর্যায়ে নেই। এ যুদ্ধেও আমরা অবশ্যই শেখ হাসিনার নেতৃত্বে জয়লাভ করব।
এর আগে প্রতিমন্ত্রী জরিনা-শিকদার বালিকা বিদ্যালয় মাঠেও অনুরূপ শীতবস্ত্র বিতরণ করেন। এসময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।