সিনেমাতেও বিয়ে করেছেন রাজ-পরী, তবে বাচ্চা হয়নি
গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ ওয়েব ফিল্মের মিটিংয়ে প্রথমবার চিত্রনায়ক শরিফুল রাজকে দেখেন আলোচিত চিত্রনায়িকা পরী মণি। তারপর শুটে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়ায়, এর মাঝে সাত দিনের প্রেম। তারপর গেল বছরের ১৭ অক্টোবর রাজের সঙ্গে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন।
গতকাল এই দম্পতি বিয়ে ও বাবা-মা হওয়ার খবর একসঙ্গে জানিয়েছেন।
যে ওয়েব ফিল্মের জন্য রাজ-পরীর প্রেম-বিয়ে গড়িয়েছে সন্তানে। সেই ‘গুনিন’ ওয়েব ফিল্মেও বিয়ে করেছেন এই দম্পতি। বাস্তবজীবনে এই তারকা জুটির বিয়ের খবর প্রকাশ্যে আসতেই পর্দার সেই বিয়ের ছবি প্রকাশ করে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’ ক্যাপশন জুড়েছে, ‘লাভ, রোমান্স অ্যান্ড অবসেশন লোডিং’
আজ মঙ্গলবার দুপুরে চরকির মিডিয়া বিভাগ এনটিভি অনলাইনকে বলেছেন, বাস্তব জীবনের মত ‘গুনিন’ ওয়েব ফিল্মে বিয়ে করেছেন রাজ-পরী। সেই ছবি প্রকাশ করে এই দম্পতিকে অভিনন্দন জানানো হয়েছে।
‘গুনিন’ ফিল্মে এই দম্পতি বাস্তবের মত মা-বাবা হচ্ছে কিনা এমন প্রশ্নে উত্তর মিলেছে, পরীর জীবনে মা হওয়ার সুখবর আসলেও, ফিল্মে তাঁর মা হওয়ার দৃশ্য নেই।
চলতি বছরের মাঝামাঝিতে বা ঈদে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প অবলম্বনে নির্মিত ফিচার ফিল্ম ‘গুনিন’ মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলেও জানিয়েছে চরকি।
৫০ বছর আগের কৃষিজীবী একটি গ্রামের গল্প নিয়ে ‘গুনিন’ ওয়েব ফিল্ম। জিন–ভূত তাড়ানো সেই গ্রামের রক্ষণশীল সমাজের মুসলমান এক নারী রাবেয়া।