গাজীপুরে সেফটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
গাজীপুরের কোনাবাড়ীতে একটি অরক্ষিত সেফটিক ট্যাংকে পড়ে আবদুল্লাহ রহমান ফরহাদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নিহত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকাল ১০টার দিকে কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ীর পুকুরপাড় এলাকায় রুবেলের সেফটিক ট্যাংকে পড়ে শিশু ফরহাদের মৃত্যু হয়।
নিহত শিশু ফরহাদ টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার সয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। সে দেওয়ালিয়াবাড়ী এলাকায় মা-বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির পানি ও ময়লা জমে যাওয়া সেফটিক ট্যাংকের মুখ খোলা ছিল। দুই শিশু আজ সকালে খেলা করতে গিয়ে একপর্যায়ে ফরহাদ সেখানে পড়ে যায়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে তায়রুন্নেসা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।