ভারতে কোভিড শনাক্তের হার বেড়ে ১৬ দশমিক ৬৬ শতাংশ
ভারতে দৈনিক করোনা রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৬৬ শতাংশে দাঁড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে দুই লাখ ৬৮ হাজার। এ নিয়ে দেশটিতে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল তিন কোটি ৬৭ লাখ। এর মধ্যে ছয় হাজার ৪১ জন ওমিক্রনে আক্রান্ত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
ভারতে মোট আক্রান্তের তিন দশমিক ৮৫ শতাংশ রোগী এখনও করোনার সঙ্গে লড়ছেন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৮৩ শতাংশ।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশটিতে সাপ্তাহিক শনাক্তের হার ১২ দশমিক ৮৪ শতাংশ। এ সময়ে মারা গেছে ৪০২ জন। যদিও দৈনিক শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৬৬ শতাংশে।
এনডিটিভি বলছে, বৃহস্পতিবার ভারতে শনাক্তের সংখ্যা ছিল আড়াই লাখের নিচে। তবে এক দিনের ব্যবধানে শুক্রবার ৬ দশমিক ৭ শতাংশ রোগী বেড়ে আড়াই লাখ পার হয়ে যায়। আর, আজ তা প্রায় ১৭ শতাংশ ছুঁইছুঁই।