বাবার প্রতিষ্ঠিত শিশুবাগ স্কুল কেন্দ্রে ভোট দিলেন আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী আজ রোববার সকাল ১১টায় শহরের দেওভোগে শিশুবাগ বিদ্যালয়ে ভোট প্রদান করেন।
আইভি রহমানের বাবা আলী আহাম্মদ চুনকা ১৯৭৪ সালে শিশুবাগ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। একই প্রাঙ্গণে ২০১৮ সালে প্রতিষ্ঠা করা হয় আলী আহাম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয়।
ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হলে তাঁর বিজয় নিশ্চিত। একই সঙ্গে কয়েকটি কেন্দ্রে ধীরগতিতে ভোটগ্রহণের অভিযোগ করেন তিনি।
আইভী আরও বলেন, ‘কিছু কিছু কেন্দ্রে ইভিএম মেশিনে সমস্যা হচ্ছে শুনেছি।’ এসব সমস্যা দ্রুত সমাধান করার আহ্বান জানান তিনি। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে যেকোনো প্রকার বিশৃঙ্খলা প্রতিহত করার আহ্বান জানান ডা. আইভী।
এর আগে বাবার কবর জিয়ারত করেন আইভী।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ১৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের এক হাজার ৩৩৩ ভোটকক্ষে পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। আর, ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত নয়টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে রয়েছেন ৩৪ জন প্রার্থী।