ময়মনসিংহের সঙ্গে ছয় জেলার বাস ধর্মঘট প্রত্যাহার
ময়মনসিংহের সঙ্গে ছয় জেলার বাস চলাচল শুরু হয়েছে। যোগাযোগ সচিব নজরুল ইসলামের আশ্বাসে তুলে নেওয়া হয়েছে ধর্মঘট। এরপর আজ শনিবার সকাল ১১টা থেকে ঘুরতে শুরু করেছে বাসের চাকা।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির গত ২ জানুয়ারির ঘোষণা অনুযায়ী, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়। সকালে ঘোরে কোনো বাসের চাকা।
পরে যোগাযোগ সচিব নজরুল ইসলামের আশ্বাসে আগের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। আজ সকাল সাড়ে দশটায় ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মাধ্যমে বাস ধর্মঘট প্রত্যাহারের কথা জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ‘যোগাযোগ সচিবের অনুরোধ ও আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হলো।’
তাঁরা বলেন, ‘ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের সঙ্গে আগামী ২৬ জানুয়ারি এ বিষয়ে আলোচনা হবে। আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’
ধর্মঘটে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য গভীর দুঃখ প্রকাশ করেন নেতৃবৃন্দ। তাঁদের দাবি, গাজীপুর থেকে টঙ্গী পর্যন্ত ১৬ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী। এতে তাদের এক কোটি ৫০ লাখ টাকার বেশি জ্বালানি খরচ হয়। ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন, মহাসচিব মাহবুবুর রহমান, ময়মনসিংহ শিল্প ও বনিক সমিতির সহসভাপতি শংকর সাহা, জেলা মোটর মালিক সমিতির সোমনাথ সাহা প্রমুখ।