দুই ব্যাংক থেকে টাকা তোলার অনুমতি পেল ইভ্যালি
দুটি ব্যাংক থেকে ইভ্যালিকে দুই কোটি ৩৫ লাখ টাকা তোলার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। ব্যাংক দুটি হলো—সিটি ও সাউথ ইস্ট ব্যাংক। একই সঙ্গে ইভ্যালির নামে থাকা ২২টি গাড়ি ভাড়া দেওয়া বা বিক্রি করে দেওয়ারও অনুমতি দিয়েছেন আদালত।
ইভ্যালি পরিচালনায় গঠিত বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন।
আদালত ইভ্যালি সংক্রান্ত যাবতীয় তথ্য এবং সম্পদের হিসাব দিতে বাংলাদেশ ব্যাংক ও এনবিআরকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ইভ্যালির সাবেক চেয়ারম্যান ও এমডি কোথায়-কীভাবে টাকা ব্যয় করেছেন, তার তালিকাও দিতে বলেছেন।
এর আগে গত ১৮ অক্টোবর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে পাঁচ সদস্যের বোর্ড গঠন করে দেন হাইকোর্ট।