বঙ্গবন্ধুর বায়োপিকে গান লিখেছেন জাহিদ আকবর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমায় ‘আচিন মাঝি’ শিরোনামে একটি গান লিখেছেন জনপ্রিয় গীতিকার জাহিদ আকবর। বলিউডের খ্যাতিমান সংগীত পরিচালক শান্তনু মৈত্র গানটির সুর করেছেন। এটি এ সিনেমার একমাত্র মৌলিক গান।
আজ মঙ্গলবার দুপুরে এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন ‘বঙ্গবন্ধু’ সিনেমার বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমি। তিনি বলেন, ‘সিনেমায় একটি দেশাত্মবোধক গান থাকছে, সেটি জাহিদ আকবর লিখেছেন, যা মুম্বাইয়ে প্রশংসিত হয়েছে। শান্তনু মৈত্র বেশ প্রশংসা করেছেন গানটির কথার।’
যদিও এ প্রসঙ্গে গীতিকার জাহিদ আকবর এনটিভি অনলাইনের কাছে আনুষ্ঠানিক কোনও বক্তব্য দিতে রাজি হয়নি।
চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়; চলে এপ্রিল পর্যন্ত। এর পর গেল বছরের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশে সিনেমাটির শুট হয়। এখনও সিনেমাটির শুট চলছে মুম্বাইয়ে।
গত বছরের মার্চে সিনেমাটি মুক্তির কথা ছিল। করোনার কারণে শুট না করতে পারায় তা পিছিয়ে ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
‘বঙ্গবন্ধু’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।
সিনেমাটি পরিচালনা করছেন বলিউডের আলোচিত নির্মাতা শ্যাম বেনেগাল। সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।