সিরাজগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত অর্ধশত আহত হয়েছেন। এ সময় বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার সকাল থেকে উপজেলার বাঘাবাড়ী দক্ষিণপাড়ায় দফায় দফায় সংঘর্ষ বাঁধে। এতে নিহত হন ইউনুস আলীর ছেলে ইয়ামিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকার মিন্টু ও ককিল মোল্লা গ্রুপের সঙ্গে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল লতিফ গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাঁদের এই বিরোধ। বিরোধের জেরে বুধবার সকালে উভয় গ্রুপের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে নামে। প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষে চলে। এ সময় ধাওয়া, পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে মোল্লা গ্রুপের ইয়ামিন নিহত হন।
এলাকাবাসী জানায়, সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক নারী ও পুরুষ আহত হয়েছেন। শাহজাদপুর থানার পুলিশ ঘটনাস্থালে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান দুই পক্ষের দ্বন্দ্বের কথা উল্লেখ করে বলেন, ‘বুধবার তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’