ভারতে বেড়েছে কোভিডে দৈনিক মৃত্যু ও সংক্রমণের হার
আবারও সাড়ে তিন লাখের কাছাকাছি পৌঁছে গেল ভারতের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সে দেশে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৪৭ হাজার ২৫৪ জন। গত বছর প্রথম বার ভারতে দৈনিক কোভিড আক্রান্ত সাড়ে তিন লাখ পার হয়েছিল। ওমিক্রনের ধাক্কায় প্রায় আট মাস পর আবারও দৈনিক সংক্রমণ এ পর্যায়ে পৌঁছাল। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, সে দেশে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ৮৫ লাখ ৬৬ হাজার ২৭ জন।
সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, আক্রান্তের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ভারতে বেড়েছে দৈনিক মৃত্যু এবং দৈনিক সংক্রমণের হার।
আজ শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, সংক্রমণের হার পৌঁছেছে ১৭ দশমিক ৯৪ শতাংশ। গতকাল বৃহস্পতিবার তা ছিল ১৬ দশমিক ৪১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৭০৩ জনের। বৃহস্পতিবার তা ছিল ৪৯১ জন। নতুন ৭০৩ জন মৃতের মধ্যে ৩৪১ জনই কেরালা রাজ্যের। ভারতে বাকি সব রাজ্যেই মৃতের সংখ্যা ৫০-এর কম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, মহামারি পর্বে নভেল করোনাভাইরাস ভারতে মোট প্রাণ কেড়েছে চার লাখ ৮৮ হাজার ৩৯৬ জনের।
ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে বাড়তে শুরু করে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্র, কেরালা ও কর্ণাটকে দৈনিক আক্রান্ত রয়েছে ৪৫ হাজারের বেশি। তামিলনাড়ুতে সাড়ে ২৮ হাজার এবং গুজরাটে তা প্রায় সাড়ে ২৪ হাজার। উত্তরপ্রদেশ (১৮ হাজার ৪২৯) ও রাজস্থানেও (১৪ হাজার ৭৯) সংক্রমণ বাড়ছে।
তবে, দিল্লি (১২ হাজার ৩০৬) ও পশ্চিমবঙ্গে (১০ হাজার ৯৫৯) এ বছরের শুরুর তুলনায় আক্রান্ত অনেকটা কমেছে। তবে, অন্ধ্রপ্রদেশ (১২ হাজার ৬১৫), হরিয়ানা (নয় হাজার ৫৫৮), মধ্যপ্রদেশ (নয় হাজার ৩৮৫), পাঞ্জাব (সাত হাজার ৮৬২), আসামে (সাত হাজার ৯২৯) আক্রান্ত কমার লক্ষণ নেই। গত কয়েকদিনে তেলাঙ্গানা, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, গোয়া, মিজোরাম, ত্রিপুরা ও হিমাচল রাজ্যেও দৈনিক আক্রান্ত বেড়েছে।