বরিশালে করোনার থাবা
মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। জৈব-সুরক্ষা বলয়ে হচ্ছে আসরটি। তবে খেলা শুরুর পরই আসে হতাশার খবর। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফরচুন বরিশালের তিনজন।
ফরচুন বরিশাল এক বিবৃতিতে জানায়, করোনায় আক্রান্ত হওয়া তিনজন হলেন— নুরুল হাসান সোহান, মুনিম শাহরিয়ার ও ব্যাটিং কোচ নাজমুল আবেদীন।
গত ১৭ জানুয়ারির টেস্টে পজিটিভ হয়েছেন সোহান। নাজমুল ও মুনিম পজিটিভ হন ১৮ জানুয়ারি।
আজ শুক্রবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল।
এবারের বিপিএলে অংশ নিচ্ছে ছয়টি দল—মিনিস্টার গ্রুপ ঢাকা, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, সিলেট সানরাইজার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
টুর্নামেন্টের ২৭ দিনে অনুষ্ঠিত হবে ৩৪ ম্যাচ। শুক্রবারের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। এ ছাড়া ছাড়া বাকি দিনগুলোতে প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়, দ্বিতীয় ম্যাচ শুরু বিকেল সাড়ে ৫টায়।
আজ শুরু হয়ে মিরপুরে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি হবে চট্টগ্রামে। পরে ঢাকায় ৩ ও ৪ ফেব্রুয়ারি খেলা হওয়ার পর ৭-৯ ফেব্রুয়ারি হবে সিলেটে। সেখানে বিপিএল চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
ঢাকায় ১৪ ফেব্রুয়ারি প্লে-অফের প্রথম দিন হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারের পর ১৮ ফেব্রুয়ারি, শুক্রবার হবে ফাইনাল। প্লে-অফ ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। এলিমিনেটর থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচগুলোয় রাখা হয়েছে রিজার্ভ ডে।
ফরচুন বরিশাল : সাকিব আল হাসান, মুজিব উর রহমান, ক্রিস গেইল, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন ও ইরফান শুক্কুর, ওবেদ ম্যাককয়, আলজারি জোসেফ, ও নিরোশান ডিকভেলা।