গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
আহসান
ওকে/প্রশান্ত
বাংলাদেশ/
ট্যাগ:
২০
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ও শিশুসহ অপর দুজন আহতের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার আজমতপুর ইটাখোলা আঞ্চলিক মহসড়কের চরসিন্দুর মুক্তারপুর সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মাসুম (১৯) গাজীপুরের কাপাসিয়া উপজেলার নাসেরা গ্রামের মো. ফটিকের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান আনিস জানান, শুক্রবার মুক্তারপুর ব্রিজের ওপর মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক মাসুম নিহত হন। দুর্ঘটনায় মোরটসাইকেলে থাকা শিশুসহ অপর এক আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পলাশ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।
ওসি আনিসুর রহমান বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
ক্যাপশন (প্রতীকী ছবি)
ফাইল ছবি