পরিবেশ রক্ষায় প্রতিশ্রুত কারাখানাও বিষাক্ত বর্জ্য ফেলছে ধলেশ্বরীতে
পরিবেশ সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ চামড়া কারখানাগুলোও এখন পরিশোধন ছাড়া সরাসরি বিষাক্ত বর্জ্য ফেলছে সাভারের ধলেশ্বরী নদীতে। আজ সোমবার ভোরে পরিবেশ অধিদপ্তরের একটি দলের আকস্মিক পরিদর্শনে এমন চিত্র ধরা পড়ে।
এভাবে চামড়া কারখানার বিষাক্ত বর্জ্য সরাসরি ধলেশ্বরী নদীতে নির্গত হওয়ায় বিপন্ন হয়ে পড়েছে নদীর পরিবেশ।
বুড়িগঙ্গা নদী এবং এর আশপাশের এলাকার পরিবেশ দূষণ রোধে ২০১৭ সালে হাজারীরাগ থেকে ট্যানারি শিল্প সাভারের হেমায়েতপুরে স্থানান্তর করা হয়। কথা ছিল—ধলেশ্বরী নদীর কূল ঘেঁষে গড়ে তোলা হবে পরিবেশবান্ধব এ চামড়া শিল্প নগরীকে। তবে, বাস্তবতা ভিন্ন।
সোমবার সকালে দেখা গেল—বুড়িগঙ্গার মতো এবার ধলেশ্বরী নদীতে পাম্পের সাহায্য ড্রেন দিয়ে সরাসরি অ্যাপেক্স ট্যানারি কারখানার রাসায়নিক তরল বর্জ্য ফেলা হচ্ছে নদীতে।
এতে বিষাক্ত হচ্ছে পানি, নদী ও আশপাশের এলাকা। এ ছাড়া কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারটিও (সিইটিপি) নিয়ম মেনে চালানো হয় না বলে অভিযোগ এলাকাবাসীর।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়েস্টেজ ট্রিটমেন্ট প্লান্ট কোম্পানি লিমিটেডের প্রধান প্রকৌশলী সতেন্দ্র্যনাধ পাল ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।