রাজধানীতে ডিপিডিসি’র পাওয়ার হাউসের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর পশ্চিম রামপুরায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) একটি পাওয়ার হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ৭টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত। পরে ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং মিনিট দশেক পরে তা নির্বাপণ সম্ভব হয় বলে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, সোমবার সকাল সাড়ে ৮টায় আগুন পুরোপুরি নির্বাপণ করা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করেছে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।