জি কে শামীমের মা কারাগারে
অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের মা আয়েশা আক্তারের জামিনের আবেদন নাকচ করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।
আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করে বলেন, আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জি কে শামীমের মা আয়েশা আক্তার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক সে আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১৬ নভেম্বর জি কে শামীম ও তাঁর মা আয়েশা আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। সে দিন জি কে শামীমের মা আয়েশা আক্তারের বিরুদ্ধ গ্রেপ্তারি পরোয়না জারির নির্দেশ দেন আদালত।
নথি থেকে জানা গেছে, ২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তাঁর মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি আট লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা করেন দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন। পরবর্তীতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।