আরও ‘দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ’ করেছে উত্তর কোরিয়া
একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই আবারও দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। আজ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার ইয়নহাপ নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
এ নিয়ে চলতি মাসে ষষ্ঠ বারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়া ফের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে সিউল নিশ্চিত হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টার দিকে উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলবর্তী হামহাং এলাকা থেকে ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করা হয় বলে সিউল জানায়।
এর আগে উত্তর কোরিয়া গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) একসঙ্গে দুটি ক্রুজ মিসাইল ছোড়ে বলে জানিয়েছিল দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।
এ ছাড়া গত ৫ ও ১১ জানুয়ারি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং এরপর ১৪ ও ১৭ জানুয়ারি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একাধিকবার উত্তর কোরিয়ার ওপর কোনো ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম বা উৎক্ষেপণে নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও নিরাপত্তা পরিষদের এ নিষেধাজ্ঞার আওতায় ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ পড়ে না।