মেসিকে ছাড়াই চিলিকে হারাল আর্জেন্টিনা
কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন লিওনেল মেসি। সুস্থ হয়ে উঠলেও করোনার ধকল কাটিয়ে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেননি পিএসজি তারকা। অবশ্য তাতেও জয় পেতে সমস্যা হয়নি আর্জেন্টিনার। মেসিকে ছাড়াই কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলিকে হারাল আর্জেন্টিনা।
চিলির কালামা শহরে আজ বাংলাদেশ সময় শুক্রবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
ম্যাচটির তিনটি গোলই আসে প্রথমার্ধে। ডি মারিয়ার দারুণ গোলে ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। সতীর্থ রদ্রিগো ডি পলের পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে উঠে দলকে এগিয়ে নেন পিএসজি তারকা।
অবশ্য এ স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২০ মিনিটেই গোল করে ম্যাচে সমতা ফেরায় চিলি। গোল করে দলকে সমতায় ফেরান বেন ব্রেরেতন।
গোল খাওয়ার চাপ সামলে দারুণভাবে ম্যাচে ফেরে আর্জেন্টিনা। সমতা ফেরার কিছুক্ষণ বাদেই ম্যাচের ভাগ্য গড়ে দেন লাউতারো মার্তিনেস। ৩৪ মিনিটের মাথায় চিলির ভক্তদের স্তব্ধ করে স্কোরলাইন ২-১ করেন তিনি। এরপর বাকি সময় রক্ষণ আগলে রেখে স্বস্তির জয় তুলে নেয় আর্জেন্টিনা।
এ নিয়ে সব মিলিয়ে টানা ২৮ ম্যাচে অপরাজিত রইল আর্জেন্টিনা। ম্যাচটিতে মেসির পাশাপাশি ছিলেন না কোচ স্কালোনি। কোভিডের বিধিনিষেধের কারণে ডাগআউটে ছিলেন না আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা জেতানো লিওনেল স্কালোনি।
কাতার বিশ্বকাপের ল্যাটিন অঞ্চলের বাছাইয়ে মোট ১৪ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচে নয় জয় ও ৫ ড্রয়ে ৩২ পয়েন্টি নিয়ে দ্বিতীয়তে আছে আর্জেন্টিনা। এক ম্যাচ বেশি খেলা ইকুয়েডর ২৪ পয়েন্ট নিয়ে আছে তিনে। ১৬ পয়েন্ট নিয়ে সাতে আছে চিলি।
এ অঞ্চলের বাছাইয়ে ১০ দেশের শীর্ষ চারটি দল সরাসরি খেলবে কাতার বিশ্বকাপে। আর, পঞ্চম স্থানে থাকা দলকে আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করতে হবে।